চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শারিরীক শিক্ষা কেন্দ্রের আয়োজনে ১২ দলের অংশগ্রহণে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) মুখোমুখি হয়।
রবিবার (৩১ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ
তে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
অনুষ্ঠানে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিভাগীয় প্রধানগণের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক।
উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন বিভাগের পতাকা উত্তোলন করার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়।
এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- সিই বিভাগ, ডব্লিউআরই বিভাগ, এমই বিভাগ, পিএমই বিভাগ, এমআইই বিভাগ, ইইই বিভাগ, সিএসসি বিভাগ, ইটিই বিভাগ, বিএমই বিভাগ, ইউআরপি বিভাগ, স্থাপত্য বিভাগ এবং এমএসই বিভাগ। ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে উক্ত খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন শারীরিক শিক্ষা দপ্তরের উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এবং শারীরিক শিক্ষা প্রশিক্ষক মো. জিলহাজ উদ্দিন।