ভারতে অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে স্বর্ণ পদক অর্জন করেছেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ব্যবসায় প্রশাসন অনুষদের হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ৩৪তম ব্যাচের কৃতি শিক্ষার্থী আজওয়াদ মালিক রাফসান।
সম্প্রতি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন আজওয়াদ মালিক।
তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রকৌশলী অধ্যাপক মো. মোজাম্মেল হক,ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, সকল বিভাগের শিক্ষকসহ কর্মকতার্রা।