ই-ক্যাব চট্টগ্রাম জোনাল কমিটির ইফতার মাহফিল সম্পন্ন
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) চট্টগ্রাম জোনাল কমিটির উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ই-ক্যাব চট্টগ্রাম জোনাল কমিটির সদস্য সচিব লোকমান হাকিম এর পরিচালনায় এবং কো-চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে ই-ক্যাব সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওয়াহেদ তমাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা আক্তার নিশা, ইসি সদস্য আসিফ আহনাফ ও মোহাম্মদ ইলমুল হক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এতে চট্টগ্রাম জোনাল কমিটির পক্ষে বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান জহিরুল আলম তুহিন, মোঃ আশিকুর রহমান, কার্যকরী সদস্য খালেদা আক্তার মিমি, আলতাফ মাহমুদ জাহেদ, মোঃ মিজানুর রহমান এবং রুমানা বেগম।
অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি ও “চ্যানেল আই” চট্টগ্রাম জোন ইনচার্জ চৌধুরী ফরিদ।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় চট্টগ্রামের ইকমার্স, এফ কমার্স, নারী উদ্যেক্তা এবং বিভিন্ন এফ কমার্স এডমিন মডারেটরদের নিয়ে মতবিনিময় সভায় প্রতিনিধিগন ই-ক্যাবের নিকট ব্যবসা সম্প্রসারণের বিবিধ সমস্যা ও প্রতিকূলতা তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা নিরসনে ই-ক্যাবের সহায়তা প্রত্যাশা করেন।
পরে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান শহীদুল আলম চট্টগ্রামের সকল ই-কমার্স, এফ-কমার্স উদ্যেক্তা এবং প্রতিনিধিদের নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা নিরসনে চট্টগ্রাম জোনাল কমিটির নিয়মিত কার্যক্রমের বিষয়ে আশ্বস্থ করেন।