নিউ সিটি লায়ন্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং নিউ সিটির নতুন কমিটির অভিষেক ও ইফাতার মাহফিল নগরীর রেডিসন ব্লু রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং নিউ সিটির সভাপতি লায়ন আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন কামরুল হাছান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর ইলেক্ট লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, কনভেনশন চেয়ারম্যান লায়ন তারেক কামাল, নিউ সিটি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন আবুল কাশেম এমজেএফ, একেএম শামসুজ্জামান, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন আরিফ আহমেদ, লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন আনিসুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী বলেন, রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে সবাইকে সংযমী ও সেবাধর্মী হতে হবে। নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সেবা কার্যক্রম গতিশীল করতে অভ্যন্তরীণ যোগাযোগ ও ভালবাসা বাড়াতে হবে। সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবাইকে উদারহস্ত হতে হবে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র গভর্ণর এডভাইজার লায়ন নুরুল আলম, জোন চেয়ারপার্সন মির্জা মোহাম্মদ জাহিদ হোসেন, লিও জেলার প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লায়ন আবু নাছের রনি। অনুষ্ঠানে ক্লাবের আগামী সেবা বর্ষের সেক্রেটারী লায়ন হোসাইন আকতার রাফি, ক্লাব সদস্য আশিয়া ইউপি চেয়ারম্যান লায়ন এম.এ.হাশেম, লায়ন আরফানুর রহমান সুমন, লায়ন জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়।