বাঁশখালীতে ৭ হোটেল-রেস্তোরাকে লক্ষাধিক টাকা জরিমানা
হোটেল-রেস্তোরার নিবন্ধন, খাবারের গুণগত মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হোটেল-রেস্তোরায় ও অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, বিক্রি ও বিপণনের দায়ে এক দোকানিকে সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পৌরসভার জলদি, শীলকূপের টাইম বাজার, চাম্বল, পুইছড়ি প্রেম বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. মাহমুদুল হাসান।
এ সময় অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন, পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের নিমিত্ত সংরক্ষণ, নর্দমার পাশে রান্না ঘর স্থাপন, পোড়া তৈল ব্যবহার এবং লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও হোটেল-রেস্তোরা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় পৌরসভার রয়েল মালঞ্চ রেস্টুরেন্ট কে ২০ হাজার টাকা, নিউ সাফরান রেস্টুরেন্ট কে ২৫ হাজার টাকা, ইয়েলো ক্যাপসিকাম কে ১৫ হাজার টাকা, চাম্বলের আদিবা ভাতঘর এন্ড বিরিয়ানি হাউজ কে ২০ হাজার টাকা, ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও বিরানী হাউজ কে ১৫ হাজার টাকা, বাবলা হোটেল কে ১৫ হাজার টাকা ও কামাল হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, বিক্রি ও বিপণনের দায়ে তাসফিয়া ইলেকট্রনিক্স কে ৫ হাজার টাকা সহ মোট এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে জনস্বার্থে আমাদের নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, ইতোমধ্যে তিনি ভূমি ও বনদস্যুদের বিরুদ্ধে, দ্রব্যমূল্যের সঠিক মান বজায় রাখতে, অবৈধভাবে গ্যাস মজুদ ও বিক্রির দায়ে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিরোদ্ধে, চাঞ্চল্যকর জাল ওয়ারিশ সনদে নামজারি খতিয়ান করার বিরোদ্ধে বেশকিছু অভিযান পরিচালনা করে বাঁশখালীর জনগনের কাছে প্রশংসা কুড়িয়েছেন।