চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সরকারি নির্দেশনা অনুসরণে বিদ্যুতের ব্যবহার ২৫% এবং গাড়ির জ্বালানি খরচ ২০% হ্রাসসহ অন্যান্য নির্দেশনাসমূহ বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানি খরচ সাশ্রয় করার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত ২৫শে জুলাই ২০২২ খ্রি. বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান ও হল প্রভোস্টগণের সমন্বয়ে এক সভায় এসব পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রম তদারকি করার জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গৃহীত পদক্ষেপসমূহ:-
১. সকল ক্লাসরুম ও ল্যাবের লাইট, ফ্যান ও এসিসমূহ ক্লাস শেষ হওয়ার পরপর বন্ধ রাখার বিষয়ে স্ব-স্ব বিভাগীয় প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিশ্চিত করবেন।
২. সকল ভবন ও অফিসসমূহের লাইট, ফ্যান ও এসিসমূহ অফিস সময়ের পরে বন্ধ রাখার বিষয়ে স্ব-স্ব বিভাগীয় প্রধান ও অফিস/শাখা প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিশ্চিত করবেন।
৩. বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ-নিজ অফিস কক্ষে বিদ্যুৎ ব্যবহারে যথাসম্ভব সাশ্রয়ী হবেন।
৪. ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত গার্ডেন লাইটসমূহ সপ্তাহে একদিন চালু থাকবে। তবে নিরাপত্তা লাইটসমূহ ও স্ট্রিট লাইটসমূহ প্রতিদিন ফজরের নামাজের পরপরই বন্ধ রাখা হবে।
৫. ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৭.০০ ঘটিকার মধ্যেই সম্পন্ন করতে হবে।
৬. ক্যাম্পাসে সকল ধরনের আলোকসজ্জা বন্ধ থাকবে।
৭. ১২তলা ভবনের দুটি লিফ্টের মধ্যে একটি এবং ভিসি অফিসের লিফট বন্ধ থাকবে।
৮. নতুন করে সব ধরনের এসি সংযোগ বন্ধ থাকবে এবং বিদ্যমান এসি’র তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে।
৯. বিভিন্ন বিভাগ, অফিস ও হলসমূহের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সচেতনতামূলক প্রচারপত্র সাঁটানো হবে।
১০. বাসা বাড়িতে যথাসম্ভব বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
জ্বালানি সাশ্রয়ের জন্য গৃহীত পদক্ষেপসমূহ:-
১. স্টাফ ওয়েলফেয়ারের শনিবার সকালের বাস ট্রিপ বন্ধ থাকবে। সেক্ষেত্রে বিকালের বাস ট্রিপটি বেলা ২.৩০ ঘটিকায় ক্যাম্পাস থেকে শহরে যাবে এবং শহর থেকে রাত ৮.৩০ ঘটিকায় ক্যাম্পাসে ফিরে আসবে। যা অবিলম্বে কার্যকর হবে।
২. প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার সকল ধরনের ব্যক্তিগত রিকুইজিশন বন্ধ থাকবে। যা অবিলম্বে কার্যকর হবে।
৩. জেনারেটরের ব্যবহার সীমিত রাখতে হবে।