পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (৩ এপ্রিল) চট্টগ্রামের রেডিসন ব্লু-্বে ভিউ মেজবান হলে এ ইফতার ও দোয়া মাহলিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী, এবং ভাইস-চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল ও মো. রিয়াজ উদ্দিন খান সহ পরিচালনা পর্ষদের সদস্য মামুনুর রশিদ, সাজ্জাদুর রহমান, আসিফ ইফতেখার হোসেন, মুনতাসির রুবাইয়াত, মোহাম্মদ রাশেদসহ অন্যান্য পরিচালক এবং সদস্য এজেন্টদের প্রতিনিধিবৃন্দ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, পিও এমএমডি ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস হাউসসহ সরকারি বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনসহ অন্যান্য এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশের সার্বিক উন্নয়ন এবং দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।