দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে ২১ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ।

অধ্যক্ষ ঝিনু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য হাজী মোহাম্মদ ইব্রাহিম, মমতাজ বেগম, শফিউল আজম, সহকারী অধ্যাপক জিন্নাত পারভিন এবং জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ নুরুল আলম আযাদ।

সভার শুরুতে প্রধান অতিথি শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় প্রধান অতিথি বলেন, “একুশ হল মাথা নত না করা”। তিনি একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরতে গিয়ে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরেন। সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন