বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ভাষা দিবস উদযাপন
বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজনে চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে আলোচনা সভা ও নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির মানবতাবাদী নেতৃবৃন্দের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্ণর ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন সিতারা গফফারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মানবাধিকার কমিশনের উপদেষ্টা এডভোকেট ফয়জুর রহমান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সদর দপ্তরের গভর্নর মানবতাবাদী আমিনুল হক বাবু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি আবুল হাসেম তালুকদার, আবদুর রব চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক ইকবাল মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, মহিলা সম্পাদিকা নবুয়াত আরা সিদ্দিকাসহ চট্টগ্রামের অন্যান্য মানবাধিকার কর্মীবৃন্দ।