লিটল স্টার প্লে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ২৪নং ওয়ার্ড উত্তরা আবাসিক এলাকায় অবস্থিত লিটল স্টার প্লে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী স্কুলের ভাইস প্রিন্সিপাল মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও নাসির উদ্দিন রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান বক্তা ছিলের স্কুলের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা মাসুকা বেগম।

বিদ্যালয়ের শিক্ষার্থীর কোরআন তেলোয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরো আয়োজনকে আকর্ষণীয় করেছে  অবিভাবকদের পিলোপাস খেলা।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিজেদেরকে জড়িত রেখে সুস্থ দেহ ও সুস্থ মনের বিকাশ ঘটাতে হবে। নৈতিক ও আদর্শবান ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তাই শিশুদের মধ্যে এ মানসিকতা জাগ্রত করতে সবাইকে সচেতন হতে হবে।

শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পুরষ্কার তুলে দেয়া হয়।

আরও পড়ুন