চট্টগ্রামে লায়ন্স জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আয়োজনে পবিত্র মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্ণর শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।
লায়ন্স জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী সেবা বর্ষের জন্য নির্বাচিত জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন অপু।
এ সময় জেলা গভর্ণর শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী বলেন, রমজানের শিক্ষাকে আত্মস্থ করে সবাইকে মনের দিক থেকে পরিচ্ছন্ন ও উদার হতে হবে। রোজা যেমন দেখা যায় না, ঠিক তেমনি মানুষের মনের ভিতরও দেখার কোনো ব্যবস্থা নাই। কিন্তু ওপরওয়ালা মানুষের ভিতর বাহির সবকিছু দেখেন, সবাইকে একদিন তার কাছেই জবাবদিহি করতে হবে। লায়ন্সরা তার সন্তুষ্টির জন্যই মানুষের সেবাকে ব্রত হিসেবে নিয়েছেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন তারেক কামাল, সেক্রেটারী লায়ন মিজা মোহাম্মদ জাহিদুল ইসলাম, ট্রেজারার লায়ন কামরুজ্জামান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির।
উক্ত আয়োজনে সেবা কার্যক্রমের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব চিটাগাং রজনীগন্ধার পক্ষ থেকে দুইজন প্রতিবন্ধী শিশুকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।