চট্টগ্রামে শ্রমিক নেতার কবর জেয়ারতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
কেন্দ্রীয় শ্রমিকদলের উপদেষ্টা, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি প্রয়াত শ্রমিক নেতা শামসুল আলমের কবর জেয়ারত করলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টার সময় চট্টগ্রাম নগরীর ফকিরহাটস্থ কবরস্থানে গিয়ে তিনি জেয়ারতে অংশ নেন। নজরুল ইসলাম খান প্রথমে প্রয়াত শামসুল আলমের বাড়ীতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন ও পরিবারের সার্বিক খোঁজ খবর নেন।
এ সময় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি নাজিম উদ্দীন, বন্দর থানা বিএনপি’র সহ-সভাপতি মোঃ ইউসুফ, শ্রমিকদল নেতা বক্কর, শাহ আলম, বাতেন, রফিক, জলিল, শফিকসহ চট্টগ্রাম বিভাগ ও মহানগর শ্রমকিদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নজরুল ইসলাম প্রয়াত নেতার পরিবারের সদস্যদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।