উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে মাঝি খুন
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আরসা সন্ত্রাসীদের গুলিতে নুরুল বশর নামের এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছে। রবিবার ভোর রাতে কুতুপালং ২ ইস্ট ব্লকে এঘটনাটি ঘটে। নিহত নুরুল বশর ২ ইস্ট ব্লকের মাঝি বলে জানা গেছে।
এঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে মাঝিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গত ৪ মাসে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে ৩৯ জন খুন হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান,আধিপত্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ক্যাম্পে হত্যার ঘটনা ঘটছে।তিনি জানান,নিহত রোহিঙ্গা মাঝির লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।