বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
রবিবার (৭ জুলাই) কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
সাবেক দুই ছাত্রনেতাকে আহবায়ক ও সদস্য সচিব করে এ আংশিক কমিটি গঠিত হয়েছে। ঘোষিত কমিটিতে এরশাদ উল্ল্যাহকে আহবায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
উল্লেখ্য গত ১৩ জুন, ২০২৪ইং রাতে কেন্দ্র থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মহানগর বিএনপি’র কমিটি বিলুপ্ত করা হয়েছিল। সেই থেকে এ পর্যন্ত কমিটি ছাড়াই চট্টগ্রাম মহানগরে বিএনপি’র কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো।