মেয়াদহীন ওষুধ রেখে জরিমানা গুনলো দুই ফার্মেসী
চট্টগ্রাম নগরীতে মেয়াদহীন ওষুধ রাখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ফার্মেসীকে জরিমানা গুনতে হয়েছে। মেয়াদহীন ওষুধ ফ্রিজে মাছ-মাংসের সাথে সংরক্ষণ করায় এ দুই প্রতিষ্ঠানকে ২৫হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। তার মধ্যে নিউ অলঙ্কার ফার্মেসিকে ২০ হাজার ও মোহাম্মদীয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়।
শনিবার (৮ অক্টোবর) নগরীর অলংকার এলাকায় পরিচালি এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন হক।
তিনি বলেন, ওষুধ মানুষের জীবন বাঁচায় কিন্তু সে ওষুধ সংরক্ষণে যথাযথ আইন মানা না হলে তাতে জীবনহানির মতো ঘটনা ঘটে। সুতরাং এ বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। মেয়াদোত্তীর্ণ, মানহীণ ওষুধ বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।