পঞ্চাশ হাজার টাকা জরিমানা গুনলো আগ্রাবাদের রুপালী ক্যান্টিন

নোংরা পরিবেশ খাবার তৈরী ও পরিবেশন এবং খাবারে রাসায়নিক ব্যবহারের কারণে আগ্রাবাদে অবস্থিত হোটেল রূপালী ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ, পোঁড়া তেল এবং রাসায়নিক ব্যবহার করে খাবার প্রস্তুত ও বিক্রি করার অপরাধে আগ্রাবাদ লাকী প্লাজা সংলগ্ন হোটেল রুপালী ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

অভিযান শেষে এক প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা খাবার মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। যারা খাবারের নামে মানুষকে বিষাক্ত দ্রব্য খাওয়াচ্ছে, তাদের কোন ছাড় নেই। অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠিন ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন