চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করতে সীতাকুণ্ড যুবদলের প্রস্তুতি সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সারাদেশে বিএনপি নেতাকর্মী হত্যার প্রতিবাদে ১২ আক্টোবর চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে সীতাকুণ্ড উপজেলা যুবদলের প্রস্তুতি সভা শনিবার (৮ অক্টোবর) বিকাল ৩ টায় কুমিরাস্থ সাবেক চেয়ারম্যান মরহুম জসিম উদ্দিন চৌধূরীর বাসভবনের হল রুমে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি ইসমাঈল হোসেন, লোকমান হোসেন রকি, যুগ্ম সম্পাদক লিয়াকত হোসেন জুয়েল, মোঃহারুন উর রশিদ ইব্রাহিম, আব্দুল মালেক মানিক, একরামুল হক, মুসলিম উদ্দিন রাজা, নুরুন্নবী সালাম, সালাহউদ্দিন সোহাগ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন রাজু, মঞ্জুরুল ইসলাম, ফিরোজুল আলম, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মোঃ সেলিম মাহম্মুদ, মঞ্জু, সোহেল আরমান, মোমিন মিন্টু, কাজী বদর উদ্দিন, নুরুন্নবী সাইফুল,আবু জাফর, মোঃ রাসেল, আনোয়ারুল আজিম, মনছন আলী, আলাউদ্দিন, শওকত আলী, আব্দুল আলিম, ওমর ফারুক, রবি, মাহমুদুল হাসান বাদল, শাহদাৎ, নাছির উদ্দিন, আলাউদ্দিন, সালাউদ্দিন শিকদার, ইসমাইল হোসেন প্রমূখ।
বক্তারা সমাবেশ সফল করতে সকল স্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ও সাহসিকতার সাথে প্রস্তুতি নেয়ার আহবান জানান। সমাবেশকে সামনে রেখে মামলা-হামলা, হুলিয়া আসতে পারে কিন্তু ইষ্পাত কঠিন দৃঢ় ঐক্যের মাধ্যমে সকল বাধাকে অতিক্রম করতে হবে বলে নেতারা দাবি করেন।