চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা ১৬ মামলার আসামী মো:আমির হোসেন জীবনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সাবানঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি জানান।
এ সময় তিনি বলেন, হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ ১৬ মামলার আসামি মো. আমির হোসেন জীবন। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। বৃহস্পতিবার রাতে তাকে গেপ্তার করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে।
জীবনের নামে নগরীর হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এবং আশপাশের এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মামলা আছে। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।