চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মামুন ও হৃদয় নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে গোসল করে এসে মায়ের সাথে ভাত খাবে বলে বের হয় দুই বন্ধু। চাক্তাই খালে তারা প্রায়ই জোয়ারের পানিতে লাফ দিয়ে খেলা করতো। আজকেও তারা পাশ্ববর্তী একটি ভবন থেকে জোয়ারের পানিতে লাফ দিয়েছিল। কিন্তু লাফ দেয়ার পর খাল থেকে তারা আর উঠতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জোয়ারের পানিতে লাফ দিয়ে খেলতে গিয়ে তারা আর উঠতে পারেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিহত দু’জনের লাশ উদ্ধার করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে এসে আমরা প্রথমে নিখোঁজ মামুনের লাশ উদ্ধার করি। তার গলায় লোহার আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত পানির নিচে থাকা কোন লোহার সাথে তার আঘাত লাগে। এর প্রায় ৩০ মিনিট পর খালের নিচে আটকে থাকা হৃদয়ের লাশও উদ্ধার করা হয়।