চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন পন্ড হয়ে গেছে এবং ছাত্র ইউনিয়নের ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় স্যার আশুতোষ সরকারি কলেজ গেটে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের নানাবিধ সমস্যা ও দাবি তুলে ধরে মানববন্ধনের আয়োজন করে ছাত্র ইউনিয়ন। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের অংশ নিতে বাধা দেয়ার পাশাপাশি একপর্যায়ে লাঠিসোঠা নিয়ে হামলা করে মানববন্ধনটি ভন্ডুল করে দেয় ছাত্রলীগ। হামলায় ছাত্র ইউনিয়নের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে তারা দাবি করেছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক হিমেল চৌধুরী, বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ জেলার সভাপতি সনত বড়ুয়া, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু, সাবেক ছাত্রনেতা সেহাব উদ্দিন সাইফু, ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলার সাবেক সভাপতি সদস্য সাজ্জাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরফাত, অমিত, মো. রাশেদ।
কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিমেল চৌধুরী বলেন, কলেজের উন্নয়নে ন্যায্য দাবিতে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করছিলাম। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা এই নিন্দনীয় হামলা চালায়। এতে তিনিসহ ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। এ সময় অনেকের মোবাইল ছিনতাই করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত বিচার প্রার্থণা করেন তিনি।
অভিযুক্ত কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিমুল সর্দ্দার বলেন, বহিরাগতদের নিয়ে মানববন্ধন করায় কলেজের পরিবেশ বিনষ্ট হচ্ছিল। আমি তাদের কলেজ ক্যাম্পাস ত্যাগ করতে বলি। কোন হামলার ঘটনা ঘটেনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তখন কাউকে পাওয়া যায়নি।