সিএমপি’র ট্রাফিক দক্ষিণ বিভাগ কর্তৃক ২৬টি গ্রাম সিএনজি ও ব্যাটারী রিক্সা আটক

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে মঙ্গলবার ( ১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর টাইগার পাস ও আমবাগান রোডে অবৈধ গ্রাম সিএনজি অটোরিক্সা ও ব্যাটারী রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের উপস্থিতিতে এডিসি-ট্রাফিক আকরাম হোসেন ও এসি-ট্রাফিক মারুফুল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কে অবৈধভাবে চলাচলরত ১১টি গ্রাম সিএনজি ও ১৫টি ব্যাটারী রিক্সাসহ মোট ২৬টি গাড়ি আটকপূর্বক ডাম্পিংয়ে প্রেরণ করা হয়।

সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) বিপ্লব কুমার পাল, টিআই (কোতোয়ালী) অনিল বিকাশ চাকমা, টিআই (টাইগারপাস) সন্তোষ ধামেই ও সার্জেন্ট-কনস্টেবলগণ অভিযানে অংশ নেন।

সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন জানান, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারী রিক্সা ও গ্রাম সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন