চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর ৪১টি ওয়ার্ডে চলমান ইপিআইয়ের শতভাগ কার্যক্রমের লক্ষ্যে চসিকে কর্মরত জোনাল মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, এনজিও প্রতিনিধিগণের সমন্বয়ে এক ‘ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা’ আজ মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ভ্যাকসিনেশান ইনচার্জ মোঃ আবু ছালেহে’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কো অডিনেটর ডাঃ ইমং প্রæ চেীধুরী, মেডিকেল অফিসার ইনচার্জ ডাঃ হোসনে আরা বেগম। স্বাগত বক্তেব্য রাখেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তপন কুমার চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাসান মুরাদ চৌধুরী, ডঃ সুমন তালুকদার, ডাঃ আকিল মাহমুদ নাফে, ডাঃ জুয়েল মহাজন প্রমুখ।
সভায় জানুয়ারী হতে এপ্রিল ২০২৪ পর্যন্ত জার মাসের ইপিআই কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে তথ্য উপাত্ত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র এসআইএমও ডাঃ সরওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোহাম্মদ ইমাম হোনের রানা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় চলমান ইপিআই কর্মসূচীকে জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে মা ও শিশু মৃত্যুর হার কমবে। এ লক্ষকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীতে ইপিআই কার্যক্রমকে শতভাগ নিশ্চিত করার জন্য সাতটি ইপিআই জোনে টিকাদানের কভারেজ জোরদার, জিরো ডোজ ও ড্রপ আউট কমানো, রিপোর্টিং, সুপারভিশন কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং প্রত্যেক টিকাদান কেন্দ্রে টার্গেট অনুযায়ী টিকা প্রদান সুনিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, প্রয়োজনে অতিরিক্ত সেশন ব্যবস্থা চালু করা হবে।