যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগ।
বুধবার (৬ জুলাই) বিকেল ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সম্পন্ন হয়।
চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সংগঠনের যুগ্ম আহবায়ক এডভোকেট কামেলা খানম রুপার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সংগঠনের সিনিয়র সদস্য দিলরুবা চৌধুরী শিরিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সদস্য দিপু সেন, নিলুফার জাহান, এডভোকেট শারমিন ইয়াছমিন নিশু, জগদা চৌধুরী সুপ্রিয়া, কামরুন নাহার, আয়েশা সিদ্দিকা রুমি, কামরুন নাহার, শারমিন নাহার রুহী, বোয়ালখালী পৌরসভার সংরক্ষিত মহিলা কমিশনার শাহানাজ পারভীন নিলু, বাঁশখালী পৌরসভার কাউন্সিলর রুনা দে, বাঁশখালী যুব মহিলা লীগের সহ-সভাপতি মোতাহারা বেগম, সাধারণ সম্পাদক রোকসানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে নূরী রহিমা, সাইফুল আরা খানম, ফাতেমা বেগম, সদস্য রুবি, শামসুর জাহান, বোরহান বেগম, রাশেদ, দেবী রুদ্র, ফারজানা বেগম, রেহানা বেগম, নারগিছ আক্তার, রনি প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের দুঃসময়ে এই যুব মহিলা লীগ সৃষ্টি করেছিলেন। তাই যুব মহিলা লীগের সকল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানকে অক্ষুণ্ণ রাখতে হবে। নেতৃত্বের জন্যে নিজেকে তৈরী করতে হবে,তাহলেই সংগঠনের ভাবমূর্তি রক্ষা করা সম্ভব হবে।