বাঁশখালীর ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ১৫ জুন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরবর্তী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান পদে মোটরসাইকেল সমর্থকদের হামলায় বিজয়ী চেয়ারম্যান আনারস প্রতীকের ২ জন সমর্থক গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে।
গত শনিবার (২ জুলাই) রাত ৮ টায় চন্দ্রপুর বাজারের একাইত্তা পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই সমর্থক মো. রুবেল (২৪)। তিনি পুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র। এ ঘটনায় আহত অপরজন নুরুল আমিনের পুত্র মো. আলম (২১)।
স্থানীয় প্রত্যকদর্শী সূত্রে জানা যায়, গত ১৫ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আনারস প্রতিকের পক্ষে কাজ করেন তারই সমর্থক মো. রুবেল। এর রেশ ধরে পরাজিত মোটরসাইকেল প্রতিকের লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয়। গত ২ জুলাই বাজারে যাওয়ার পথে রুবেলকে পথরোধ করে মারধর করে ও অপহরণের চেষ্টা করে। পরে তাকে উদ্ধারে এগিয়ে আসলে মো. আলম নামে আরেকজন কে তারা বেধড়ক মারধর করে। এ ঘটনায় গুরুতর আহত রুবেল আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মো. আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে ভুক্তভোগী রুবেল বলেন, ‘মোটরসাইকেলের সমর্থক মহিউদ্দীন, রাসেল, এহছান হাবিব সহ তারা কয়েকদিন আগে থেকে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ গত শনিবার আমার উপর অতর্কিত হামলা করে, অপহরণের চেষ্টা চালায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য যে, নির্বাচনের দু’দিন আগে ১৩ জুন মোটরসাইকেল প্রার্থী এর নির্দেশে বিজয়ী আনারস প্রতিকের চেয়ারম্যানের সমর্থক ৭ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ ইদ্রিস, গ্রাম পুলিশের দফাদার আব্দুল্লাহ কে বাড়ী থেকে জোরপূর্ব তুলে নিয়ে মারধর করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে।