ধীরস্থিরভাবেই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল লতিফ

চতুর্থবার এমপি হওয়া এম এ লতিফের জন্য কঠিন হয়েই দাড়িয়েছিলো। প্রতিদ্বন্ধি প্রার্থীর জনপ্রিয়তা কিংবা গ্রহণযোগ্যতা নয়, তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছিলো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিন দায়িত্বশীল নেতা। ২৭জনকে ডিঙিয়ে নৌকা নিজের করে নেয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী সেই নেতারা তার বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নেন। ফলে এক ওয়ার্ড কাউন্সিলরই তার জন্য শক্ত প্রার্থী হিসেবে আভির্ভূত হন। এমন পরিস্থিতিকে অত্যন্ত ঠান্ডা মাথায় ধীরস্থিরভাবে মোকাবেলা করে তিনি হাসেন শেষ হাসি।

চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে টানা চতুর্থবার জয়লাভ করে তিনি তার অভিষ্ট লক্ষে পৌঁছে গেছেন। তিনি পেয়েছেন ৫১ হাজার ৪৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল হক সুমন পেয়েছেন ৪৬ হাজার ৫২৫ ভোট।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল ইসলাম।

জয় শেষে এমপি লতিফ বলেন, এ কৃতিত্ব আমার নয়। এটা নেত্রীর আস্থা বিশ্বাসের প্রতিদান দিয়েছেন ভোটাররা। যার ওপর জনগণ রাজি, তার ওপর আল্লাহ রাজি। আমি জনগণের সেবক হিসেবে আছি, তারাই সঠিক মূল্যায়ন করেছেন। জনগণ না চাইলে কেউ বিরোধীতা না করলেও জয়লাভ সম্ভব নয়।

আরও পড়ুন