নিজের অহমিকা আর দম্ভোক্তিই ডু্বিয়েছে দুইবারের এমপি নদভীকে। নৌকা পেয়েও বিপুল ভোটের ব্যবধানে হেরেছে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে। সাতকানিয়া-লোহাগাড়া আসনে (চট্টগ্রাম-১৫) বিপুল ভোটে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব। তিনি এই আসন থেকে ৮৫ হাজার ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট।
রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম ১০টি আসনের রিটার্টিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মোহাম্মদ ছালেম পেয়েছেন ৩৮০ ভোট। মিনার প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৯৪ ভোট। মোমবাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী হোসাইন পেয়েছেন ৩৬২ ভোট। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৫৭টি।
হুমকি ধমকি, অর্থ বিতরণসহ নানা কৌশল অবলম্বন করেও নিজের পরাজয় ঠেকাতে পারেননি এই প্রভাবশালী এমপি।