সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নাজিমুর রহমানের নেতৃত্বে নগরীর আগ্রাবাদে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মিছিল থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নান শ্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। অবরোধ সফলে সবাইকে রাজপথে নেমে আসার আহবান জানান নেতৃবৃন্দ।