দেশব্যাপী বিএনপি’র ঢাকা অবরোধের প্রথমদিন রবিবার (৩ ডিসেম্বর) পিকেটিংয়ের প্রাক্কালে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা দাহ করেছে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে নগরীর চান্দগাঁও আরকান সড়কে সিইসি কাজী হাবিবুল আউয়ালের এ কুশপুত্তলিকা দাহ করা হয়।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে নগরীর চান্দগাঁও আরকান সড়কে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা দাহ করার প্রাক্কালে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।