দেশব্যাপী বিএনপি’র ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। অলি গলিতে বিএনপি ঝটিকা মিছিল করলেও নগরীর প্রধান প্রধান সড়ক এবং মোড়ের দখলে রয়েছে আওয়ামী লীগ ও পুলিশ। ফলে অবরোধ নগরীর জীবন যাত্রায় তেমন কোনো বিরূপ প্রভাব ফেলতে পারছেনা।
অবরোধের প্রথমদিন বুধবার সকালে নগরীর একে খান মোড়ে একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশের দাবি গাড়ীর শট সার্কিট থেকেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এখানে নাশকতা বা অগ্নিসংযোগের কোন ঘটনা ঘটেনি। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওয়ালী উদ্দিন আকবর বলেন, এটি নাশকতা কিংবা অগ্নিসংযোগের ঘটনা নয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা বাসটি রাত ৩টার সময় যাত্রী নামানোর প্রাক্কালে হঠাৎ আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হয়নি।
পঞ্চম দফা অবরোধরে প্রথমদিন বুধবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমানের নেতৃত্বে আগ্রাবাদে ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাকারিয়া সেলিমেরর নেতৃত্বে মিছিল করেছে নেতাকর্মীরা, লালখান বাজার এলাকার মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপনের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছে, আগ্রাবাদ এক্সেস রোড়ের বড়পুল এলাকায় মিছিল করেছে মহানগর ছাত্রদলের সাবেক কয়েকজন নেতা।
অপরদিকে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে লালদিঘির পাড় এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে মিছিল বের করার সময় কোতোয়ালি থানা পুলিশ অতর্কিত হামলা চালিয়ে মিছিল ভন্ডুল করে দেয়। এতে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম ও সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সহ ৬০/৭০ জনকে আসামী করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে। ইতোমধ্যে ওই ঘটনায় ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীরতে ১৪ প্লাটুন বিজিবি টহল, র্যাব-পুলিশের সাঁড়াশি অভিযান আর মোড়ে মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশের কারণে মূল সড়কে দাড়াতে পারছেনা বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। ফলে নগরীর স্বাভাবিক জীবন যাত্রা অব্যাহত রয়েছে।