দুর্ঘটনায় আহত আইআইইউসি ছাত্রীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী নুসরাত জাহান তুলী মারা গেছেন। শুক্রবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ১৮ অক্টোবর সাড়ে ৭টার দিকে ভাটিয়ারী জলিল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন আইআইইউসির বিবিএ’র দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নুসরাত।
এদিকে, আইআইইউসি ছাত্রী নুসরাতের মৃত্যুকে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আইআইইউসি কর্তৃপক্ষ। একইসঙ্গে এই ছাত্রীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে একদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার কালো ব্যাজ ধারণ এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। ওইদিন বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।