আনোয়ারায় অটোরিকশা উল্টে ইমামের মৃত্যু, আহত ৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় সিএনজি আটোরিকশা উল্টে মাওলানা আবু ছৈয়দ (৫০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু ঘটেছে।

শনিবার(৬ জুলাই) বেলা ১১ টায় আনোয়ারা বরকল সড়কের শোলকাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এঘটনায় নারী শিশুসহ আরো ৬ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আবু ছৈয়দ উপজেলার বরুমচড়া এলাকার বাসিন্দা। তিনি বারশত ইউনিয়নের দুধকুমড়া জামে মসজিদের ইমাম। পুলিশ দূর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১ টায় একটি সিএনজি অটোরিকশা সড়কে উল্টে গেলে এ দূর্ঘটনা গটে। এসময় স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সিএনজির যাত্রী আবু ছৈয়দ(৫০), গুলতাজ বেগম(৬০), রুজি আক্তার (৩৫),সুলতানা(১০),নুর জাহান(৭০) ও চালক হাসান (১৯) গুরুতর আহত হয়।

নিহত আবু ছৈয়দের শালা মো. আয়াস বলেন, দূর্ঘটনার পর আমার দুলাভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরেই মারা যান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেন। আহত ৭ জনের মধ্যে একজন মারা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

আরও পড়ুন