দুই সপ্তাহে ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের হামলা শুরুর আগে এ সংখ্যা ছিল ৫ হাজার ২০০ জন। বর্তমানে তা ১০ হাজার ছাড়িয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা ও মানবাধিকার গ্রুপগুলো জানিয়েছে, হামলা শুরুর পর ফিলিস্তিনের ৪ হাজার শ্রমিককে আটক করেছে ইসরাইল। এ শ্রমিকরা ইসরাইলে কাজ করতেন। তাদেরকে একটি সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে।
অপরদিকে, রাতভর অভিযান চালিয়ে ১ হাজার ৭০ জন ফিলিস্তিনিকে পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেম থেকে আটক করেছে ইসরাইল সেনাবাহিনী।
রামাল্লাহভিত্তিক মানবাধিকার সংস্থা আদ্দামির প্রিসনার্স রাইটস গ্রুপের প্রধান সাহার ফ্রান্সিস আলজাজিরাকে বলেছেন, ২৪ ঘণ্টাই কাউকে না কাউকে আটক করা হচ্ছে।
গাজায় ইসরাইলি বোমা হামলায় দগ্ধদের মধ্যে ৮০ শতাংশই শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তারা জানিয়েছেন, এ দগ্ধদের চিকিৎসায় ড্রেসিংয়ের ব্যবস্থা নেই।গাজায় চিকিৎসা সরঞ্জামের মারাত্মক অভাবের এটি সর্বশেষ সংযোজন।
ঘাসান আবু সিত্তা নামে একজন সার্জন চানিয়েছেন, চিকিৎসাকর্মীরা দগ্ধদের ড্রেসিং করতে পারছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি বলেন, আমাদের এখানে ৭০ জনের বেশি রোগী আছেন যাদের ৪০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। আর দগ্ধদের ৮০ শতাংশেই শিশু।
সূত্র : আলজাজিরা