দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে অন্তত পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। একইদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে আরও এক ফিলিস্তিনি। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, মঙ্গলবার ইসরাইলি সেনারা জেনিন শরনার্থী শিবিরে অভিযান চালায়। এতে চার ফিলিস্তিনি নিহত হন। নিহতদের নাম মাহমুদ সাদী (২৩), মাহমুদ আররাভি (২৪), রাফাত খামায়েসেহ (২২) এবং আত্তা মুসা (২৯)। এই অভিযানে আহত হন আরও ৩০ জন। বুধবার ভোরেই জেরিচো শহরে অবস্থিত আকাবাত জাবর শরনার্থী শিবিরে অভিযান চালিয়ে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম ধারঘাম আল-আখরাস (১৯)।
একই সময় গাজায়ও ইসরাইলি সেনার গুলিতে ইউসুফ সালেম রাদওয়ান নামের এক তরুণ নিহত হন। তাকে খান ইউনিস শহরে গুলি করে হত্যা করা হয়। এই সবগুলো হত্যাকাণ্ড হয়েছে ২৪ ঘণ্টা সময়ের মধ্যেই। তবে ইসরাইল কোনো হত্যার কথা স্বীকার করেনি।