ধর্ষণ মামলায় যাবজ্জীবন পলাতক আসামী মোঃ কাশেম (৪০)কে গ্রেফতার করেছে র্যাব-১০। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকার আরিশনগর হামিদ ফার্মেসীর সামনে থেকে কাশেমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া কাশেম নারী-শিশু বিশেষ ট্রাইব্যুনাল নং-০১, ঢাকার মামলা নং-৪৬/২০০৭, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-১১(০৮)২০০৬, জিআর-৫৪/১০; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১৩ ধারায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি।
গ্রেফতার হওয়া মোঃ কাশেম (৪০) দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আলুকান্দার মোঃ শাহাজালালের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাশেম মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১০ জানিয়েছে।