রাজধানীতে নাশকতার মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রাজধানীর মতিঝিল, চকবাজার, লালবাগ, কদমতলী এবং ফরিদপুরের কোতোয়ালী এলাকায় একাধিক অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। আটককৃতদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ী, কদমতলী,কোতোয়ালিসহ বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার আসামী।এরা সকলেই পালিয়ে বেড়াচ্ছিলো।

রাজধানীর চকবাজার থানার মামলা নং-৪২, তারিখ-৩১/১০/২০২৩ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, ধারাঃ ০৩/০৬, তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী লালবাগ থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আরাফাত হোসেন ইমন (২২), পিতা- মোঃ জাকির হোসেন, তার ঠিকানা ৩৯/৩, আজাদ স্টাফ কোয়ার্টার, বুয়েট, থানাঃ চকবাজার, ঢাকা মোঃ মিলন (২৩), পিতা- মোঃ সিকান্দার আলি,ঠিকানা সম্বুপুড়া, থানা- আড়াই হাজার, জেলা- নারায়ণগঞ্জ এবং ডিএমপি ঢাকার কামরাঙ্গীচর থানার মামলা নং- ৫৭, ধারা- ০৪, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৪৩৫ পেনাল কোড ১৮৬০ মামলাসহ আরও ১৩টি মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি নাশকতা ও অগ্নি সংযোগকারী মোঃ শাহ আলম (৪৬), পিতা- মৃত হাজি মোঃ আনছার আলী, সাং- নিজামবাগ, থানা- কামরাঙ্গীচর,ঢাকা এবং ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং- ১৬,ধারা- ৩/৪/৫/৬, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৩৩২/৩২৩/৪২৭/৪৩৫/১০৯ পেনাল কোড ১৮৬০ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩); মামলাসহ আরও ০৫টি মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি ৪৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম (৪৮), পিতা- মৃত আব্দুর রশিদ,ঠিকানা ৭৬/২/এ,উত্তর যাত্রাবাড়ী, থানা- যাত্রাবাড়ী ও ৪৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শামসুর রহমান মিন্টু (৪৮), পিতা-মৃত নাজিম উদ্দিন শেখ,ঠিকানা ধামদ্, থানা- মুন্সিগঞ্জ সদর,জেলা- মুন্সিগঞ্জ এবং ডিএমপি ঢাকার কদমতলি থানার মামলা নং- ১৮,ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-(এফ); মামলার এজাহারভুক্ত আসামী রাব্বি মোল্লা (২৮), পিতা- মৃত আলী মোল্লা, ঠিকানা শ্যামপুর আলী বহর, থানা- কদমতলী,ঢাকা এবং ফরিদপুর জেলার কোতোয়ালী থানার মামলা নং ৮৫,ধারাঃ ৩/৪/৬, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪৩৫/৩৪, পেনাল কোড ১৮৬০; মামলাসহ আরও ০৪টি মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী ফরিদপুর পৈার বিএনপির আহবায়ক নাছির উদ্দিন মিলার (৪৮), পিতা- মহিউদ্দিন আহমেদ,ঠিকানা কমলাপুর, থানা- কোতোয়ালী জেলা-ফরিদপুর।গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব ১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন