রাতে ঢাকায় দুই বাসে আগুন
রাজধানীতে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিরোধী জোটের ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন শেষে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা ২০ মিনিটের দিকে নাবিস্কো এলাকায় সড়কে পার্ক করা আন্তঃজেলা বাসটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
ওদিকে সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইপিজেড এলাকায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।