কুতুবদিয়ায় কৃষি জমির মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কক্সবাজারের কুতুবদিয়ায় ফসলি জমির মাটি কেটে ইট ভাঁটায় বিক্রি করায় বেলাল নামের ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা।

বুধবার (১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। বেলাল ওই এলাকার মৃত আবু তাহের’র ছেলে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত আবুল কালামের মালিকানাধীন একটি স্ক্যাভেটর জব্দ করা হয়। এদিন একই অপরাধে কৈয়ারবিল ইউনিয়নের তিন নং ওয়ার্ড়ে আরো একটি স্ক্যাভেটর গাড়ি জব্দ করা হয়৷

কুতুবদিয়া উপজেলা কমিশনার ভূমি জর্জ মিত্র চাকমা বলেন, বালু মহাল, মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্গনের অপরাধে ১৫ (১) ধারা অনুযায়ী বাণিজ্যকভাবে স্থানীয় ইট ভাঁটায় মাটি বিক্রি করার অপরাধে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মাটি কাটার সাথে সম্পৃক্ত থাকায় পৃথক স্থানে দুইটি স্ক্যাভেটর গাড়ি জব্দ করা হয়েছে৷ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন