বান্দরবানের লামায় অবৈধভাবে গড়ে ওঠা একটি ইট ভাটার মালিককে একলক্ষ টাকা জরিমানা ও দুজনকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।।
শনিবার (২১ অক্টোবর ) দুপরে উপজেলার ফাইতং এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কাইসার ।
এসময় ওই এলাকার মৃত ঠান্ডা মিয়োর ছেলে জাফর আলমকে ৬ মাসের জেল এবং আবুল কালামের ছেলে এরফান উল্লাকে ৪ মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সময় আরও দু’জনের কাছ থেকে ৫০ হাজার টাকা করে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অভ্যাহত রয়েছে ও অবৈধ ভাটাগুলোতে অভিযান চলতে থাকবে।