নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে নিহত ১

কক্সবাজারের সীমান্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ঝাড়ুফুল নিয়ে ফেরার পথে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ আলম (৫০) নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বাইশারীর করলিয়ামুড়ার সোহেল রানার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক মোহাম্মদ আলম উত্তর করলিয়ামুড়া ৪ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে উলুফুল (ঝাড়ুফুল) সংগ্রহ করতে জঙ্গলে যান কৃষক আলম। সংগ্রহ শেষে নিজ বাড়িতে ফেরার পথে বন্যহাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন। হাতি পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেটের দায়ে শীতের ভোরে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক আলম। পরিবারের কর্তার আকস্মিক মৃত্যুতে দিশেহারা অবস্থা অন্যান্য সদস্যদের। বিকেলে তাকে দাফন করা হয়েছে। বনবিভাগ থেকে যেন ক্ষতিপূরণ পায়, সে ব্যাপারে সহযোগিতা করা হবে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, বনের পাশে ক্ষেত-খামারে কিংবা রাস্তা দিয়ে ফেরার পথে হাতির আক্রমণে লোকজন মারাগেলে যথাযথ প্রক্রিয়ায় বনবিভাগ কয়েক লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করে। মারা যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া তো সম্ভব নয়, স্বল্প টাকায় পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা করা হয় এর মাধ্যমে। পরিবারের পক্ষে যথাযথভাবে বনবিভাগে যোগাযোগ করলে তা পেয়ে যাবে।

আরও পড়ুন