নাইক্ষ্যংছড়ি সীমান্তে হাতির আক্রমণে বিজিবির নায়েক সুবেদার নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে বন্য হাতির আক্রমণে ১১ বিজিবির এক নায়েক সুবেদার নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম আব্দুল মান্নান (৪৫)। তিনি নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বিওপির নায়েব সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় তহিদুল ইসলাম নামে বিজিবির আরেক সদস্য গুরুত্বর আঘাত পায়। তাকে কক্সবাজারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮-৪৯নং সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমারের চোরাই গরু প্রবেশ করাচ্ছে এমন খবরে বিজিবির একটি টহল দল নায়েক সুবেদার আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান শুরু করে। পথিমধ্যে বন্য হাতির দল সামনে পড়ে গেলে অন্যান্য সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।
১৯ অক্টোবর সকালে বিষয়টি সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্টু সাহা।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, রাতে বিজিবির লাশ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। এদিকে বন্যা হাতির উৎপাতে নাইক্ষ্যংছড়ির কয়েকটি এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।