রোহিঙ্গা ক্যাম্পে সরকারি প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সরকাররের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সেখানে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্প পরিদর্শনে যান তারা।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এর কনফারেন্স রুমে একটি মতবিনিময় সভায় অংশ নেয়। সে সময় প্রতিনিধি দলকে সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুর দ্দৌজা। উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি এবং আরআরআরসি অফিসের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

এপিবিএন’র ডিআইজি জামিল হাসান প্রতিনিধিদলকে বলেন, উখিয়া ও টেকনাফে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পের মধ্যে ১৯টি পুলিশ ক্যাম্প আছে। প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পের জন্য ১টি করে পুলিশ ক্যাম্প করা দরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজীর আহমেদ, মো. হাবিবুর রহমান, পীর ফজলুর রহমান, শামসুল আলম দুদু ও নুর মোহাম্মদ। এছাড়াও এপিবিএন’র ডিআইজি মো. জামিল হাসান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি কর্নেল কামরুল হাসান ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ক্যাম্প ইনচার্জগন।

পরে দুপুর দুইটার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে।

আরও পড়ুন