টেকনাফ ও সেন্টমার্টিনে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশী মাদক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে দায়িত্বরত কোস্টগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ও ৪২টি বস্তার ভেতরে ১ হাজার ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। তবে উভয় অভিযানে মাদককারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আব্দুর রহমান জানান,

১৪ জানুয়ারী রাত ১টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের আভিযানিক দল মেরিন ড্রাইভ সংলগ্ন ঘাটে টহল দেওয়ার সময় তুলাতলী ঘাট দিয়ে এক ব্যক্তি সাদা রংয়ের বস্তা কাঁধে নিয়ে আসতে দেখে থামার জন্য সংকেত দেওয়া হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করায় সে নিরুপায় হয়ে জঙ্গলে বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে জালের মধ্যে লুকানো ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অপরদিকে ভোররাত সাড়ে ৩টায় সেন্টমার্টিনে বিসিজি ষ্টেশনে দায়িত্বরত জওয়ানেরা শাহপরীরদ্বীপ দক্ষিণ বীচ এলাকায় কাদার মধ্যে লুকানো অবস্থায় ৪২টি বস্তা উদ্ধার করে। এতে ১ হাজার ৫ বোতল বিদেশী মদ পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ও বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন