উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আব্দুস শুক্কুর নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে তাকে আটক করে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
গ্রেপ্তার আব্দুস শুক্কুর (২৮) টেকনাফের হোয়্যাইকং ইউপির ৩নম্বর ওয়ার্ডের লম্বা বিল এলাকার আব্দুর রহিমের ছেলে।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বুধবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, মধ্যরাতে খবর আসে ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৩৫ ও ৩৭ ব্লকে কতিপয় অস্ত্রধারী দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করে গোলাগুলি করছে। এ সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিংয়ের নেতৃত্বে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার জালাল উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, আনোয়ার কামাল, এসআই শেখ মো. ইয়াছিন ও আব্দুল মোমেন ক্যাম্প-৮ ইস্টে ডিউটিরত অফিসার ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়।
তিনি জানান, এ সময় আব্দুস শুক্কুর নামের একজনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন এএসপি ফারুক।