নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুকুরের পানিতে পড়ে মোঃ তামিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার পিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর বাইশারী এলাকার বাসিন্দা বদি আহমদ।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় বাইশারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মার মালিকানাধীন পুকুরে এ ঘটনাটি ঘটে।
দাদা নুরুল ইসলাম জানান, ১০০ মিটারের ভিতরেই শিশুটির বাড়ী। এ পুকুরেই নিয়মিত গোসল করেন পরিবারের সদস্যরা। এইদিন খেলার ছলে পরিবারের অন্যান্য সদস্যদের অজান্তেই শিশুটি পুকুরে চলে আসে। খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলম কোম্পানি।