রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. রায়হান। তার বয়স দুই বছর।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর পড়ুয়া পাড়া এলাকার গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সিএনজি চালিত অটোরিকশা মো. বোরহান উদ্দিন ছেলে। বোরহান ওই এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকে।
জানা যায়, শিশু রায়হানের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। তখন সেই বাহিরে খেলাধুলা করছিল। পরে রায়হানকে দেখতে না পেয়ে তার মা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘদিন খোঁজাখুজির পর এক পর্যায়ে পুকুরের পানিতে তার নিথর দেহ ভেসে উঠে। পুকুর থেকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহিলা ইউপি সদস্য এনি বড়ুয়া বলেন, খেলতে গিয়ে !পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন এলাকার লোকজন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন বলে জানতে পারি।