লামায় বন্য হাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে একটি বন্য হাতির পাল ধান ক্ষেতে হানা দিয়ে এক কৃষকের বিপুল পরিমাণ ফসল খেয়ে ও পায়ে মাড়িয়ে ব্যাপক বিনষ্ট করেছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত ওই কৃষক এখন অসহায় হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) দিবাগত রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড নাপিতারঝিরি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক একই ইউনিয়নের দক্ষিণ মালুম্যা গ্রামের বাসিন্দা বদিউর রহমানের পুত্র দেলোয়ার হোছন জানান, সে মৌসুমের শুরুতে ভালো ফসলের আশায় একটি বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ির অদূরে নাপিতারঝিরি নামক এলাকায় এক একর নিজ নাল জমিতে ধান চাষ করে পাহারা দিয়ে আসছিলেন। নানা প্রতিকুলতায় পরিচর্চার ফলে ক্ষেতও সবুজের সমাহার হয়ে উঠছিল। কিন্তু বিধিবাম! বৃহস্পতিবার দিবাগত রাতে ৮/১০ টি বুনো হাতির একটি পাল তার ধান ক্ষেতে হানা দিয়ে তান্ডব চালায়। এসময় ক্ষেত রক্ষায় তার শো-চিৎকারে আশপাশের লোকজন এগিয়েগিয়ে এসে হাতি তাড়ালেও ততক্ষণে হাতির পালটি পুরো ধান ক্ষেত খেয়ে ও পায়ে মাড়িয়ে বিনষ্ট করে ফেলে। এতে তার প্রায় ৭৫ হাজার টাকার বেশি ক্ষতিসাধন হয় বলে দাবী করা হচ্ছে। এর সাথে ফসল নিয়ে তার দেখা স্বপ্নও ভেঙ্গে তছনছ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোছন আরো জানান, গত দুইমাস আগেই ক্ষেতের কাজ সম্পন্ন করা হয়েছে। এখন আর ধান রোপণ করার সময় নেই। আমি অনেক কষ্ট করে এই ক্ষেত করেছি।
এদিকে অতি গরীব কৃষকের ধান ক্ষেতে বন্য হাতির তান্ডবের খবর পেয়ে পরদিন সকালে স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ফোনে জানতে চাইলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের নাপিতারঝিরি এলাকায় এক গরীব কৃষকের ধান ক্ষেতে বন্য হাতির পাল তান্ডব চালিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করেছে বলে আমি শুনেছি। আমার জানামতে লোকটি খুব বেশি গরীব। তাই সে চাইলে তাকে সরকারি ভাবে আর্থিক সহায়তা পায়মতো সহযোগিতা করা হবে।