উখিয়ায় ট্রাক চাপায় ২ শিশু’র প্রাণহানি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইট বোঝাই ট্রাক উল্টে দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। নিহত রোহিঙ্গা শিশুরা হলেন ক্যাম্প-১৫ এর জি-১২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানেতা(১৪) ও জি-২ ব্লকের আব্দুস সালামের মেয়ে নুর কলিমা(১০)।
রবিবার(১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জামতলী ক্যাম্প-১৫ ই – ২ ব্লকে এ ঘটনা ঘটে।
৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,রবিবার সকাল ১১টায় ইট বোঝাই একটি ট্রাক উল্টে ক্যাম্পের দুই পথচারী রোহিঙ্গা কিশোরী মারা যায়। খবর পেয়ে ৮ এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় অভিযুক্ত চালক নাসিরকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
উখিয়া থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানান, লাশ ২ টির সুরুত হাল তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।