মিরসরাইয়ে ফুটবল খেলাকে ঘিরে মারামারি, আহত-৬

৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় মিরসরাইয়ে পরাজিত দলের খেলোয়াড় ও সমর্থকরা বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থদের উপর হামলা চালিয়েছে। ওই হামলায় ২ জন খেলোয়াড়সহ ৬ জন আহত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মিরসরাই স্টেডিয়ামে এই হামলার ঘটনা ঘটে।

আয়োজক সূত্রে জানা যায়, শনিবার সকালে মিরসরাই স্টেডিয়ামে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃ বিদ্যালয় ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মিরসরাই সদরের মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে দুই গোলে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরাজিত করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলায় হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সমর্থকরা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের উপর চড়াও হয়। এসময় তারা রড, রামদা ও লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, খেলায় আমাদের স্কুল ২-০ গোলে মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষ হওয়ার সাথে সাথে কিছু বুঝে উঠার আগে দলের খেলোয়াড় ও সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। এসময় খুব বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির কারণে একজন একদিকে চলে যায়। হামলায় আমাদের দলের খেলোয়াড়, সমর্থকসহ ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে ফুটবল খেলোয়াড় রাজা ও শ্রাবনের অবস্থা আশংকাজনক। প্রথমে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবণতি হলে চমেকে প্রেরণ করা হয়েছে। আমি এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিদারুল আলম বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই করেরহাট স্কুলের সাথে আমাদের স্কুলের খেলা সম্পন্ন হয়। খেলায় করেরহাট ২-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে কে বা কারা তাদের উপর হামলা করেছে জানিনা। আমাদের স্কুলের ছাত্ররা এই ঘটনায় জড়িত নয়। আমাদের সুনাম নষ্ট করতে কোন মহল এই হামলার ঘটনা ঘটাতে পারে।

 

মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, খেলা পরবর্তী সময়ে হাতাহাতির ঘটনা শুনেছি। এই বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে।মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, স্টেডিয়ামে খেলা শেষে তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। পরে যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তা স্টেডিয়ামের বাহিরে হয়েছে। আমরা ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন