কক্সবাজারের কুতুবদিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) সকালে কৈয়ারবিল মলমচর এম.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রুম টু রিডের সহয়তায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২২ উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ৪৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ আলম,সহকারী শিক্ষক আবুল হোছাইন, মোঃ গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।
এতে স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবক উপস্থিত ছিলেন।