হাটহাজারী মেখল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৮ নং মেখল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (৩১ মে) বিকালে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দীন চৌধুরী এর সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আকলিমা সুলতানা।

এ অর্থ বছরে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ১৯ লক্ষ ৭৩ হাজার ৮ শত ৯৪ টাকা। এর মধ্যে নিজস্ব আয় থেকে আসবে ২৭ লক্ষ ২০ হাজার টাকা ও উন্নয়ন খাত থেকে আয় হবে ১ কোটি ৯২ লক্ষ ৫৩ হাজার ৮ শত ৯৪ টাকা।

মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লক্ষ ৭৩ হাজার ৮ শত ৯৪ টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে ব্যয় হবে ২৬ লক্ষ ১৭ হাজার টাকা ও উন্নয়ন খাত থেকে ব্যয় হবে ১ কোটি ৭২ লক্ষ ৫৩ হাজার ৮ শত ৯৪ টাকা এবং উদ্বৃত্ত থেকে ২১ লক্ষ ৩ হাজার টাকা।
এ অর্থ বছরের বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সুধিজন উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দীন জানান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ্য নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার সকল মানদন্ডে উত্তীর্ণ হয়েছে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মেলাবে। আমাদেরকে ঠিক সেই লক্ষ অর্জনের জন্য কাজ করে যেতে হবে।

আরও পড়ুন